০১ বেটেলগিউজ গ্রহ
সদ্য কিশোরী মেই লানকে তুলে নিয়ে যেতে এসেছে এক শয়তান কর্ণেল। ওর বাবাকে আহত করে জোর করে তুলে নিল গাড়িতে। কিন্তু কপালজোরে রাস্তার মধ্যে গাড়ি থেকে পালাল মেই লান। ওকে সাহায্য করল বেটেলগিউজের এক জংলী প্রাণী-ইউম! স্থানীয় অধিবাসীদের ধারণা, ইউম উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী! সে যাই হোক, পরে বাড়ি ফিরে মেই লান তার বাবা-মাকে মৃত অবস্থায় দেখে! এরকম অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হয় এক মেয়ের জীবন সংগ্রাম।
21th April, 2023 7:46 PM
Comments
#4
banglamax's Quote:
চেষ্টা চালাচ্ছি। কোথাও কোডিঙয়ে এরর হয়েছে। ঠিক করার চেষ্টা করছি।
এইমাত্র ঠিক করতে পেরেছি। দেখুন আপনাদের ক্ষেত্রেও ঠিক-ঠাক পেজ লোড হচ্ছে কি না!চেষ্টা চালাচ্ছি। কোথাও কোডিঙয়ে এরর হয়েছে। ঠিক করার চেষ্টা করছি।
18th July, 2023 5:43 PM